কর্মজীবনে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করা আবু তালেব সহকর্মীদের কাছে ছিলেন অমায়িক ও পরোপকারী মানুষ।
নড়াইলের লোহাগড়া থেকে উঠে আসা আবু তালেব ছাত্রজীবনে যশোর এম এম কলেজে পড়াশোনা করেন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা সম্পন্ন করে ডেপুটি জেলার পদে যোগ দেন। ধাপে ধাপে পদোন্নতি পেয়ে সর্বশেষ এআইজি (প্রিজন) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
তাঁর আকস্মিক মৃত্যুতে কারা প্রশাসন ও সহকর্মীদের মধ্যে শোক নেমে এসেছে। পরিবার, বন্ধু ও শুভানুধ্যায়ীরা তাঁর আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।